স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ ডিসেম্বর : শীতকালীন অধিবেশনে কৈলাশহর বিমান বন্দর সূচনার কাজ দ্রুত বাস্তবায়নের বিষয়ে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য মাধবরাও সিন্ধিয়া জীর দৃষ্টি আকর্ষণ করেন সাংসদ বিপ্লব কুমার দেব।
এইদিন রাজ্য সভার অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে কৈলাশহর বিমান বন্দর সূচনার কাজ কবে বাস্তবায়িত হবে এই নিয়ে প্রশ্ন করেন সাংসদ বিপ্লব কুমার দেব। এই প্রশ্নের জবাব দিতে গিয়ে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য মাধবরাও সিন্ধিয়া জানান সহসাই বিমান বন্দর পুনঃরায় চালু করার বিষয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের নিয়ে আলোচনা করা হবে। আলোচনাক্রমে সিদ্ধান্ত গ্রহণ করে সহসাই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।