স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ ডিসেম্বর : সুশাসন জামানায় ঊনকোটি জেলা হাসপাতাল শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের চরম গাফিলতি। দীর্ঘ ৪৮ ঘন্টা যাবত হাসপাতালে ছিলেন না শিশু বিশেষজ্ঞ। এই করুন চিত্র দেখে রোগী ও রোগীর পরিচন্দের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। জেলা হাসপাতালে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় হাসপাতালে ভর্তি শিশুদের নিয়ে মহা বিপাকে পড়েছেন রোগীর আত্মীয় স্বজনরা। এই ঘটনায় জেলা হাসপাতালে তীব্র উত্তেজনা বিরাজ করছে।
যেকোনো মুহুর্তে জেলা হাসপাতাল চত্ত্বরে অবস্থা বেগতিক হতে পারে বলে হাসপাতাল সূত্রে জানা যায়। উল্লেখ্য, কৈলাসহরের ঊনকোটি জেলা হাসপাতালে এক প্রভাবশালী বাম নেতার মেয়ের জামাই শিশু বিশেষজ্ঞ। নাম ডঃ মৃন্ময় দাস। বিগত অনেক বছর ধরে হাসপাতালে দায়িত্ব পালন করে আসছেন তিনি। বাম নেতার মেয়ের জামাই ডঃ মৃন্ময় দাস মর্জি মাফিক হাসপাতালে আসা যাওয়া করেন বলে অভিযোগ। দিবারাত্রি দিব্যি প্রাইভেট চেম্বার করে যাচ্ছেন। মর্জি মাফিক হাসপাতাল কর্তৃপক্ষকে না জানিয়ে কিংবা ছুটি না নিয়ে প্রতি শনিবার বিকেলে আগরতলায় চলে যান। সোমবারে আগরতলা থেকে ফিরে আসেন।
তাছাড়া প্রতি সপ্তাহের দ্বিতীয় শনিবারের আগের দিন শুক্রবার বিকেলে এবং প্রতি চতুর্থ শনিবারের আগের দিন শুক্রবার বিকেলে আগরতলায় চলে গিয়ে সোমবার আগরতলা থেকে কৈলাসহরে ফিরেন। এত কিছুর মধ্যেও তিনি কোনো ধরনের সরকারি ভাবে কাগজে-কলমে ছুটি কিংবা স্টেশন লিভও নেন না। দিনের পর দিন এভাবেই বাম নেতার মেয়ের জামাই ডঃ মৃন্ময় দাস চলছেন বহাল তবিয়তে। ২০১৯ সালে কৈলাসহর থেকে অন্য জেলায় বদলি করা হলেও ছয় থেকে সাত মাসের মধ্যেই প্রভাবশালী বাম নেতা উনার গুনধর মেয়ের জামাইকে ফের ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে আসেন। সোমবার সকালবেলা হাসপাতালে চিকিৎসাধীন রোগীর আত্মীয় স্বজনরা সংবাদ প্রতিনিধিদের জানান, জেলার বিভিন্ন প্রান্ত থেকে তারা শিশুদের নিয়ে শুক্রবার রাতে কিংবা কেউ গত শনিবার জেলা হাসপাতালে শিশুদের চিকিৎসার জন্য আসলে কর্তব্যরত চিকিৎসকরা হাসপাতালে ভর্তি করালেও বাহাত্তর ঘন্টা অতিবাহিত হয়ে যায়, কিন্তু শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডঃ মৃন্ময় দাস একবারের জন্যও হাসপাতালে আসেন নি বলে অভিযোগ রোগীর প্রয়োজনদের।
এব্যাপারে হাসপাতালে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডঃ সৌম্য ভট্টাচার্যকে জিজ্ঞেস করলে তিনিও স্বীকার করেন যে, শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডঃ মৃন্ময় দাস গত শনিবার থেকে হাসপাতালে নেই। ছুটিতে রয়েছেন। আবার স্বীকার করেছেন যে, ১১ ডিসেম্বর রবিবার হাসপাতালের শিশু বিভাগে উত্তেজনা সৃষ্টি হবার পর তিনি জরুরি বিভাগ থেকে শিশু বিভাগে গিয়ে চিকিৎসাধীন প্রতিটি শিশুকে দেখাশোনা করছেন।
যদিও জরুরি বিভাগে কর্তব্যরত ডঃ সৌম্য ভট্টাচার্য শিশু বিশেষজ্ঞ না হলেও তিনি এম.বি.বি.এস চিকিৎসক। কিন্তু গত দুদিনে প্রত্যক্ষ করে গেছে বহু সংকটজনক রোগী পরিবার অসহায় হয়ে হাসপাতাল থেকে রোগী নিয়ে অন্য হাসপাতালে চলে যায়।