Sunday, January 19, 2025
বাড়িরাজ্যপুর নিগমের বর্ষ পূর্তি

পুর নিগমের বর্ষ পূর্তি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ ডিসেম্বর : ৮ ডিসেম্বর পুর নিগমের দায়িত্বভার গ্রহণের এক বছর পূর্তি উপলক্ষে শুক্রবার ১৬ নং ওয়ার্ডের উদ্যোগে এক অনুষ্ঠান হয়। ওয়ার্ডের সদস্যদের সঙ্গে নিয়ে কেক কেটে এক বছর পূর্তি উদযাপন করা হয়। কেক  কাটেন মেয়র দীপক মজুমদার।

পাশাপাশি পশ্চিমভুবন বন নীলাজ্যোতি অনাথ আশ্রমের আবাসিক শিশুদের জন্য খাদ্য  সামগ্রী, শীতবস্ত্র সহ শিক্ষা সামগ্রীও তুলে দেওয়া হয় আশ্রমের পরিচালকদের হাতে। মেয়র জানান দায়িত্বভার গ্রহণের এক বছর পূর্তি উপলক্ষে ১৬ নং ওয়ার্ডের বিজেপি-র কার্যকর্তারা এদিন তাঁকে সংবর্ধিত করেন। কার্যকর্তাদের সম্মিলিত প্রচেষ্টার কারনে আগরতলা পুরবাসী কাজ করার সুযোগ দিয়েছে। এক বছরের মধ্যে বহু কাজ করা হয়েছে। ১৬ নং ওয়ার্ডের কর্পোরেটার হিসাবেও কাজ করেছেন বলে জানান তিনি। নতুন আগরতলা শহরবাসীকে উপহার দেওয়ার জন্য কাজ চলছে জোর কদমে বলে জানান মেয়র।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য