স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ ডিসেম্বর : গুজরাট ছাড়া হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনে এবং দিল্লি মিউনিসিপাল কর্পোরেশনে বিজেপি সরকারের পরাজয় বুঝিয়ে দিয়েছে সারাদেশে মানুষের ওপেনিয়ন নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে। শুক্রবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিন রাজ্যের ফলাফল নিয়ে এমনটাই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিধায়ক সুদীপ রায় বর্মন।
নরেন্দ্র মোদি সরকার সারাদেশে ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে হিমাচল প্রদেশে এবং দিল্লিতে পরাজিত হয়েছে। শুধুমাত্র গুজরাটে জয়ী হয়েছে। তাই গুজরাটের মানুষ নরেন্দ্র মোদিকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চায়। আর বিশেষ করে হিমাচল প্রদেশে কংগ্রেসের সারা দেশের মানুষ উজ্জিবিত। সারাদেশে পাশাপাশি ত্রিপুরা রাজ্যের মানুষও কংগ্রেসের দারুন ফলাফলে উজ্জিবিত। আসন্ন বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় ভারতীয় জনতা পার্টির সরকারকে মানুষ যোগ্য জবাব দেবে বলে আশা ব্যক্ত করেন সুদীপ রায় বর্মন।