স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ ডিসেম্বর : অনশন মঞ্চ থেকে এবার রাস্তায় নামার সিদ্ধান্ত নিল ১০,৩২৩ চাকরিচ্যুত ক্ষতিগ্রস্ত শিক্ষক সমাজ। বুধবার রবীন্দ্র শতবার্ষিকী ভবন সংলগ্ন অনশন মঞ্চ থেকে ৪৯ তম দিনে এক সাংবাদিক সম্মেলন করে সংগঠনের নেতা প্রদীপ বণিক এই ঘোষণা দেন। তিনি জানান, বর্তমান সরকার ২০১৮ সালে প্রতিষ্ঠিত হওয়ার সময় প্রতিশ্রুতি দিয়েছিল আইন মেনে বা সংবিধান সংশোধনের মাধ্যমে ১০,৩২৩ চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের রুটি রুজির ব্যবস্থা করবে।
পরিতাপের বিষয় পৌনে পাঁচ বছরে এখন পর্যন্ত সময় পাননি কর্মসংস্থানের ব্যবস্থা করার। কিন্তু এখন পর্যন্ত কোন ধরনের উদ্যোগ সরকারের মধ্যে দেখা যাচ্ছে না। গত ২২ নভেম্বর মুখ্যমন্ত্রী মহাকরণে আইনি পরামর্শদাতা এবং চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের সাথে বৈঠক করে কোন সমাধানের সূত্র বের না হওয়ায় দ্বিতীয়বার বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন। তারপর কোন বৈঠক করেননি মুখ্যমন্ত্রী। পরবর্তী সময় মুখ্যমন্ত্রীকে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল ৭ ডিসেম্বরের মধ্যে কোন সিদ্ধান্ত গ্রহণ করার জন্য। অথচ আজকের দিনেও কোন সিদ্ধান্ত গ্রহণ করেনি সরকার। তাই আগামী ৮ ডিসেম্বর পুনরায় রাস্তায় নামতে চলেছে ১০,৩২৩ ক্ষতিগ্রস্ত শিক্ষক সমাজ। আরো জানান মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আরও দাবি জানান প্রতিশ্রুতি রক্ষা করার জন্য। কারণ এখন পর্যন্ত দেড় শতাধিক চাকুরিচ্যুত শিক্ষক-শিক্ষিকা মৃত্যু হয়েছে। তিনি আরো জানান, ৮ ডিসেম্বর থেকে রাস্তায় পরিবার-পরিজনদের নিয়ে নামবে তারা। তাতে যদি জনগণের উপর কোন প্রভাব পড়ে, এর জন্য দায়ী হবে বর্তমান রাজ্য সরকার। হুঁশিয়ারি দিলেন সংগঠনের নেতা।