Friday, March 29, 2024
বাড়িরাজ্যত্রিপুরা ইট ভাটা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে ডেপুটেশন

ত্রিপুরা ইট ভাটা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে ডেপুটেশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ ডিসেম্বর :  ইট ভাটা শ্রমিকদের মজুরি বৃদ্ধি কার্যকর করা, ইটভাটা গুলির কয়লা সংকট দূর করা, শ্রমিকদের জন্য পাকা ঘর এবং পানীয় জলের সংকট মেটানোর ব্যবস্থা করা সহ আট দফা দাবিতে বুধবার ত্রিপুরা ইট ভাটা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে শ্রম দপ্তরে ডেপুটেশন প্রদান করা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক তপন দাস। তিনি সংশ্লিষ্ট দপ্তরের তীব্র সমালোচনা করে বলেন, ২০১৮ এর পর শ্রমিকদের কোন মজুরি বৃদ্ধি করা হয়নি।

 শেষ পর্যন্ত চলতি বছর শ্রমিক সংগঠনের চাপে পড়ে বৈঠকের ডাক দেন দপ্তরের কমিশনার। দাবি জানানো হয় ২০ শতাংশ মজুরি বৃদ্ধি করার জন্য। কিন্তু আলোচনা ক্রমে ১৩.৩৩ শতাংশ মজুরি বাড়ানোর সিদ্ধান্ত হয়। এই মজুরী বৃদ্ধি কার্যকর করা এবং শ্রমিকদের স্বার্থে পানীয় জল, বিদ্যুৎ এবং পাকা ঘরের ব্যবস্থা করে দেওয়া দাবি জানানো হয়েছে। পাশাপাশি কয়লা সংকট দ্রুত মেটানো হয় সে বিষয়ে অবগত করা হয়েছে কমিশনারকে বলে জানান তিনি। প্রতিনিধি দলে এছাড়াও উপস্থিত ছিলেন মনোরঞ্জন দাস সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য