Monday, July 28, 2025
বাড়িরাজ্যওয়েবসাইটের সূচনা করলেন মন্ত্রী

ওয়েবসাইটের সূচনা করলেন মন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ ডিসেম্বর : ইন্দ্রনগরস্থিত মহিলা শিল্প প্রশিক্ষণ কেন্দ্রের কনফারেন্স হলে বুধবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে www. mushkilaasan.in নামে এক ওয়েব সাইটের উদ্বোধন করা হয়। এইদিনের উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প ও বানিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা। সাথে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের বিশেষ সচিব অভিষেক চন্দ্র, শিল্প ও বানিজ্য দপ্তরের অধিকর্তা বিশ্বেশ্বরী বি সহ অন্যান্যরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সান্তনা চাকমা বলেন চেষ্টা করলে সবকিছু করা সম্ভব। বাস্তবে তা পরিলক্ষিত হচ্ছে। অনেক সময় দেখা যায় দক্ষতা থাকা সত্ত্বেও কেউ কেউ তার দক্ষতাকে কাজে লাগানোর সুযোগ খুঁজে পায় না। অবার অনেকে কোথায় গিয়ে কি পাবেন তা জানেন না। এই ওয়েবসাইটের মাধ্যমে দক্ষ ব্যক্তিরা যেমন কাজের সন্ধান পাবে, তেমনি জনগণও পরিষেবা পাবে। এই ওয়েবসাইটের মাধ্যমে রাজ্যের দক্ষ কারিগররা যেমন রোজগারের সুযোগ পাবে, তেমনি সাধারন জনগনও নিত্য নৈমিত্তিক সমস্যার সহজ সমাধান পাবেন।এই ওয়েবসাইটে রাজ্যের যেকোন দক্ষ কারিগর নিজের দক্ষতার পরিচয় দিয়ে নিজের নাম নথিভুক্ত করতে পারবে। এবং নিপুন হাতে সঠিক পরিষেবা প্রদানের মাধ্যমে অবাধ রোজগারের সুযোগ পাবেন। শিল্প ও বানিজ্য দপ্তরের উদ্যোগে পরিষেবা প্রার্থী ও পরিষেবা প্রদান কারীদের মধ্যে যোগাযোগ সাধনের সেতু হিসাবে এই ওয়েবসাইট চালু করা হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!