স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ ডিসেম্বর : আড়ালিয়া লোকনাথ আশ্রম এলাকায় প্রভাবতী সাহা নামে ৭০ বছরের বৃদ্ধা খুনের ঘটনায় ধৃত মৃতার বড় ছেলে শঙ্কর সাহা ও তার স্ত্রী তাপসী সাহাকে শুক্রবার ৫ দিনের পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে আদালতে সোপর্দ করে পূর্ব আগরতলা মহিলা থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা যায় বৃহস্পতিবার আড়ালিয়া লোকনাথ আশ্রম এলাকায় নিজ ঘর থেকে রহস্য জনক ভাবে উদ্ধার হয় প্রভাবতী সাহার মৃতদেহ।
মৃতদেহ উদ্ধারের পর মৃতার ছোট ছেলে সমীর সাহা পূর্ব আগরতলা মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগ পেয়ে পূর্ব মহিলা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। ঘটনার তদন্তক্রমে পুলিশ মৃতার বড় ছেলে শঙ্কর সাহা ও তার স্ত্রী তাপসী সাহাকে গ্রেপ্তার করে। ধৃতদের এদিন ৫ দিনের পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে আদালতে সোপর্দ করে। আদালতে ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদনের উপর শুনানি শেষে বিচারক ধৃতদের ৭ ডিসেম্বর পর্যন্ত পুলিশ রিমান্ডের নির্দেশ দেন। ৭ ডিসেম্বর ধৃতদের পুনরায় আদালতে তোলা হবে। সরকার পক্ষে এইদিন আদালতে মামলাটি পরিচালনা করেন আইনজীবী মধুমিতা চৌধুরী।
উল্লেখ্য, বৃহস্পতিবার উদ্ধার হয় বৃদ্ধার মৃতদেহ। বৃদ্ধা বৃহস্পতিবার সকালবেলায় ঘুম থেকে না ওঠায় সন্দেহ হয়। বৃদ্ধার ছোট ছেলে ঘরের দরজা খুলে দেখতে পান বৃদ্ধার উপর কম্বল মোড়ানো। ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে পরিবারের অন্যান্য লোকজনদের ডাকা হয়। অন্যান্যরা ছুটে এসে দেখতে পান বৃদ্ধার গলায় চিহ্ন রয়েছে। খবর দেওয়া হয় পুলিশকে। পূর্ব মহিলা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে দেখতে পায় বৃদ্ধার মৃত্যু হয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। বৃদ্ধার দুই ছেলে বাড়িতে আলাদা ভাবে সংসার করতেন বলে জানা যায়।