স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ ডিসেম্বর : ৩ ডিসেম্বর বীপ্লবী ক্ষুদিরাম বসুর ১৩৩ তম জন্মদিবস। এ উপলক্ষ্যে অল ইন্ডিয়া এম এস এস, অল ইন্ডিয়া ডি ওয়াই ও, অল ইন্ডিয়া ডি এস ও-র যৌথ উদ্যোগে আগরতলা পোস্ট অফিস চৌমুহনিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অল ইন্ডিয়া এম এস এস -এর রাজ্য সভানেত্রী শিবানী দাস বলেন মাত্র ১৯ বছর বয়সে পরাধীন ভারতকে স্বাধীন করার লক্ষ্যে ক্ষুদিরাম হাসতে হাসতে শহিদ হয়েছেন। ক্ষুদিরাম বসু সহ বিপ্লবীরা যে শোষণমুক্তির স্বপ্ন দেখেছিলেন সে স্বপ্ন আজও পূরণ হয়নি। তাই আজকের সমাজে ভয়াবহ বেকার, ভিক্ষাবৃত্তি, নারী ধর্ষণ বন্ধ সহ শিক্ষা, স্বাস্থ্যের দাবিতে আন্দোলন গড়ে তুলতে হলে ক্ষুদিরাম বসুর জীবন থেকে শিক্ষা গ্রহণ করতে হয় বলে জানান তিনি।