Friday, October 18, 2024
বাড়িরাজ্যত্রিপুরায় হঠাৎ করোনার সংক্রমণ বৃদ্ধি, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে

ত্রিপুরায় হঠাৎ করোনার সংক্রমণ বৃদ্ধি, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে



আগরতলা, ২ ডিসেম্বর (হি.স.) : ত্রিপুরায় করোনার দৈনিক সংক্রমণ এখনও অনেকটাই নিয়ন্ত্রণাধীন। এক শতাংশের নীচে রয়েছে সংক্রমণের হার। কিন্তু গত ৪৮ ঘণ্টায় হঠাৎ করে সংক্রমণ কিছুটা বৃদ্ধি পেয়েছে। গতকাল ১৪ জন এবং আজ ১৫ জনকে করোনায় আক্রান্তের সন্ধান মিলেছে। তাছাড়া আজ করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যুও হয়েছে। ফলে, দেশজুড়ে ওমিক্রনের আতঙ্কের মধ্যে ত্রিপুরায় কোভিড-১৯-এর সংক্রমণের হারে সামান্য বৃদ্ধির প্রবণতা নিঃসন্দেহে চিন্তায় ফেলেছে। অবশ্য সুস্থতার খবরও রয়েছে। গত ৪৮ ঘণ্টায় ১৬ জন করোনা-আক্রান্ত সুস্থ হয়েছেন। বর্তমানে সংক্রমণের হার দাঁড়িয়েছে ০.৬০ শতাংশে। এতে সক্রিয় রোগীর সংখ্যা ৭৯ জন।

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআরে ৩৭৮ এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ২,১২৫ জনকে নিয়ে মোট ২,৫০৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে, আরটি-পিসিআরে একজন এবং রেপিড অ্যান্টিজেনে ১৪ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। সব মিলে গত ২৪ ঘণ্টায় মোট ১৫ জনের শরীরে নতুন করে করোনা সংক্রমণের খোঁজ পাওয়া গেছে। সংক্রমণের হার হয়েছে ০.৬০ শতাংশ। গতকাল ১৪ জনের দেহে নতুন করে করোনায় আক্রান্তের খোঁজ মিলেছিল এবং সংক্রমণের হার ছিল ০.৫৭ শতাংশ।

অবশ্য সুস্থতা স্বস্তি দিয়ে চলেছে। গত ৪৮ ঘণ্টায় ১৬ জন করোনা-সংক্রমণ থেকে মুক্তি পেয়েছেন। এতে বর্তমানে করোনায় আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ৭৯ জন। প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ৮৪,৮২০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ৮৩,৮৫৩ জন সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন। রাজ্যে বর্তমানে করোনা-আক্রান্তের হার হয়েছে ৪.০৪ শতাংশ। তেমনি, সুস্থতার হার হয়েছে ৯৮.৯৩ শতাংশ। এদিকে ০.৯৭ শতাংশ হয়েছে মৃত্যুর হার। গত ২৪ ঘণ্টায় এক জনের মৃত্যু হওয়ায় এখন পর্যন্ত ত্রিপুরায় ৭৭৯ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে, পশ্চিম জেলা এখনও করোনা-সংক্রমণে শীর্ষস্থান দখলে রেখেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে পশ্চিম জেলায় আটজন, উত্তর জেলায় ছয়জন এবং গোমতি জেলায় একজন করোনায় আক্রান্ত হয়েছেন। অন্য জেলায় কেউই করোনায় আক্রান্ত হননি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য