স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ অক্টোবর : বৃহস্পতিবার আগরতলা থেকে যাওয়ার পথে লামডিং ডিভিশনের ডিবলং স্টেশনে লাইনচ্যুত হয়ে যায় লোকমান্য তিলক এক্সপ্রেস। তবে কোন হতাহতের খবর নেই। এই ঘটনার খবর পেয়ে সাথে সাথে এন এফ রেলওয়ে থেকে খবর নেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তারপর সামাজিক মাধ্যমে জানিয়েছেন দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি।
তবে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি কিভাবে এই ঘটনা সংঘটিত হয়েছে। এই দিন ঘটানোর পর যাত্রীর পরিবারের লোকজনেরা চিন্তায় পড়ে। শুরু হয় নিকটবর্তী আজকের কাছে ফোন। সকলের জানতে পারে তাদের পরিবার পরিজন সুরক্ষিত রয়েছে। কিন্তু কিভাবে এই ঘটনা সংঘটিত হয়েছে এ বিষয়ে এখন পর্যন্ত কোন তথ্য সামনে আসেনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এন এফ রেলওয়ের আধিকারিকরা। লোকো পাইলট সহ অন্যান্যদের সাথে কথা বলেন। ঘটনায় কিভাবে সংগঠিত হয়েছে সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে। তবে যতদূর জানা যায় লকো পাইলট যদি সতর্ক না থাকতেন তাহলে ভয়াবহ দুর্ঘটনা ও সংগঠিত হতে পারত।