স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ ডিসেম্বর। শুক্রবার ছিল আন্তর্জাতিক দিব্যাঙ্গন দিবস। এদিন রাজ্য ভিত্তিক মূল অনুষ্ঠানটি হয় কুঞ্জবন ডায়েট কলেজের মাঠে। সমগ্র শিক্ষা –র অধিকর্তার কার্যালয়ের উদ্যোগে এই দিনটি উদযাপন করা হয়। দিব্যাঙ্গনদের প্রকৃত শিক্ষা দিতে পারলে তারাও সমাজের জন্য কিছু করার ক্ষেত্রে ভূমিকা নিতে পারে।
এর জন্য শিক্ষা দপ্তর বিশেষ ভাবে কাজ করছে। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন রাজ্য দিব্যাঙ্গন কমিশনের কমিশনার ওয়াই কুমার। এদিনের অনুষ্ঠানে দিব্যাঙ্গন ছাত্র ছাত্রীরা অংশ নেয়। তাদের মধ্যে চলন সামগ্রী ও পড়াশুনার সামগ্রী তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের অধিকর্তা চান্দেয়ী চান্দ্রন সহ অন্যান্যরা।