স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ ডিসেম্বর : রাজ্যে সদ্য পুর ও নগর নির্বাচন নিয়ে একাধিক অভিযোগ তুলে প্রদেশ তৃণমূল কংগ্রেসের স্টিয়ারিং কমিটির আহবায়ক সুবল ভৌমিক পুনরায় নির্বাচনের দাবি জানিয়ে সুপ্রিমকোর্টে একটি মামলা দায়ের করেন। মামলাটি বৃহস্পতিবার শুনানির জন্য শীর্ষ আদালতে উঠে।
পরবর্তী সময় বৃহস্পতিবার সন্ধ্যায় প্রদেশ তৃণমূল কংগ্রেসের স্টিয়ারিং কমিটির আহ্বায়ক সুবল ভৌমিক বলেন, মামলাটি এদিন আদালতে তোলা হলে দীর্ঘ এক ঘন্টা হেয়ারিং এর পর কোন অবজারভেশন দেওয়া হয়নি। আগামী মঙ্গলবার মামলাটি পুনরায় শীর্ষ আদালতে উঠবে বলে জানান তিনি। উল্লেখ্য, এ সদ্য নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ছাপ্পা ভোট, রেগিং সহ বিভিন্ন অভিযোগে তোলা হয়েছে। পরবর্তী সময় শীর্ষ আদালতের উপর আস্থা রেখে তৃণমূল কংগ্রেস পুনঃনির্বাচনের দাবি জানিয়েছে।