স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ নভেম্বর : সঠিক সময় মতো সি ডি পি ও -ল ইন্টারভিউ দিতে এসে পরীক্ষা সেন্টারে প্রবেশ করতে পারলেন না চার পরীক্ষার্থী। এমনটাই অভিযোগ রাজধানীর শচীন্দ্র লাল বিদ্যানিকেতন স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। পরীক্ষার্থীরা জানায় এদিন তাদের সকাল ১১ টা থেকে পরীক্ষা ছিল।
১০ মিনিট আগে পরীক্ষা সেন্টারে প্রবেশ করার জন্য ইন্টারভিউ বোর্ডের পক্ষ থেকে এডমিডে ষ্পষ্ট করে দেওয়া হয়েছিল। সে মোতাবেক তারা এগারোটা বাজার ১০ মিনিট আগে পরীক্ষা সেন্টারে সামনে এসে গাড়ি থেকে নামার সময় দেখতে পায় স্কুলের গেট লাগিয়ে দেওয়া হচ্ছে। তখন বহুবার অনুরোধ করার পরও স্কুলের গেট খোলা হয়নি বলে তাদের অভিযোগ। যাইহোক এদিন পরীক্ষার্থীরা জানায় তারা প্রস্তুতি নিয়ে পরীক্ষার সেন্টারে এসেছিলেন। তাদের সুযোগ দেওয়ার প্রয়োজন ছিল। এভাবে পরীক্ষার সেন্টার থেকে তাড়িয়ে দেওয়া ঠিক হয়নি। এমনকি একটা সময় কান্নায় ভেঙে পড়ে পরীক্ষার্থীরা। শেষ পর্যন্ত হতাশ হয়ে বাড়ি ফিরতে হয়েছে তাদের।