স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ নভেম্বর : বাঙালীদের অস্তিত্ব ধ্বংসকারী গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবি মান্যতা না দেওয়া, বাংলা ভাষায় কৃষ্টি সংস্কৃতি অবদমন বন্ধ করা, শিলংয়ে বাঙ্গালীদের উপর আক্রমণকারীদের গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করা সহ নারীদের অধিকার প্রতিষ্ঠা করার দাবিতে রবিবার দুপুরে রাজধানীর শিবনগর এলাকায় বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করে আমরা বাঙালি পশ্চিম জেলা কমিটির সদস্যরা।
গলায় প্লাটুন ঝুলিয়ে আমরা বাঙালি পশ্চিম জেলা কমিটির সদস্যরা দলীয় কার্যালয়ের সামনে দীর্ঘক্ষন বিক্ষোভ দেখায়। উপস্থিত আমরা বাঙালি রাজ্য কমিটির সম্পাদক গৌরাঙ্গ রুদ্রপাল বলেন, সম্প্রতি বাঙালীদের অধিকার রক্ষার জন্য সারা রাজ্যে একটা বিক্ষোভ কর্মসূচি শুরু করা হয়েছে। এরই অঙ্গ হিসেবে এদিন কর্মসূচিটি হাতে নেওয়া হয়েছে। এবং আগামী দিনে বাঙালীদের অধিকার রক্ষার জন্য সমস্ত বাঙালি অংশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।