স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ নভেম্বর : রবিবার দলীয় কর্মসূচীতে অংশ নিতে রাইমাভ্যালী কনক্তা পাড়ায় ব্রু শরণার্থীদের পুরনবাসন শিবিরে যান তিপ্রা মথা দলের চেয়ারম্যান তথা এম ডি সি প্রদ্যোত কিশোর দেব বর্মণ। ব্রু শরণার্থীদের পুরনবাসন কেন্দ্রে গিয়ে সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি। তাদের সমস্যা সম্পর্কে অবগত হন। একই সঙ্গে তিপ্রা মথা দলের অবস্থান স্পষ্ট করেন। রাজ্যের মধ্যে ব্রু দের পুরনবাসন দিলে সমস্যা কোথায় তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। রাজনীতির খেলায় ব্রুদের নিয়ে ষড়যন্ত্র করা হয়েছে।
তিনি তাদের আশ্বস্ত করেন ২০২৩ সালের নির্বাচনের পর একটা সময় আসবে ব্রুদের থেকেই বিধায়ক নির্বাচিত হয়ে বিধানসভায় যাবেন। ভোটার আই ডি কার্ডের পেছনে দৌড়ুলেই চলবে না। ব্রু সম্প্রদায় থেকে এম ডিসি, বিধায়ক এবং সাংসদ হওয়ার আহ্বান জানান তিপ্রা মথা দলের চেয়ারম্যান তথা এম ডি সি প্রদ্যোত কিশোর দেব বর্মণ। একেই বলে অধিকার বলে জানান তিনি। ক্ষমতার পেছনে সকলে ছুটছে। কিন্তু জনজাতিদের কোন উন্নয়ন হচ্ছে না বলে কটাক্ষ করেন তিনি। এরপর গণ্ডাছড়ার ডিগ্রী কলেজ মাঠে তিপ্রা মথার উদ্যোগে আয়োজিত জনসভায় অংশ নেন তিপ্রা মথা দলের চেয়ারম্যান তথা এম ডি সি প্রদ্যোত কিশোর দেব বর্মণ। এদিনের সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিপ্রা মথা দলের চেয়ারম্যান তথা এম ডি সি প্রদ্যোত কিশোর দেব বর্মণ বলেন যারা অর্থের বিনিময়ে রাজনীতি করে তাদের ক্ষমতা নেই বুবাগ্রাকে কিনে নেওয়ার। একতাই পারে এই অধিকার প্রতিষ্ঠিত করতে। বিধানসভা নির্বাচনের আর দুই মাস বাকী রয়েছে। তাই এবার সময় এসেছে ৭০ বছরের জবাব মাত্র দুই মাসের মধ্যে দেওয়ার। দুই মাস একতা রাখলে ক্ষমতাসীন হওয়া যাবে। অন্যথায় ভাগ্য একই জায়গায় থাকবে বলে জানান তিনি। এদিনের সভায় বিভিন্ন দল ত্যাগ করে ১০৩৭ পরিবারের ৩১১৯ জন ভোটার তিপ্রা মথা দলে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান তিপ্রা মথা দলের চেয়ারম্যান তথা এম ডি সি প্রদ্যোত কিশোর দেব বর্মণ।