স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ অক্টোবর : শুক্রবার বিশ্ব প্রবীন দিবস উপলক্ষ্যে এ জি এম সি-র লেকচার হলে ডিপার্টমেন্ট অফ জেনেরিক মেডিসিন এবং আঞ্চলিক জেনেরিক সেন্টারের উদ্যোগে ও এ জি এম সি-র সহায়তায় এক কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালার বিষয় বস্তু ছিল পরিবর্তিত বিশ্বে প্রবীণ ব্যক্তিদের সহনশীলতা। এর সূচনা করেন স্বাস্থ্য দপ্তরের সচিব ড: দেবাশীষ বসু।
ছিলেন এ জি এম সি-র মাইক্রোবায়ালোজি বিভাগের প্রধান ডাঃ তপন মজুমদার, ডাঃ দামোদর চ্যাটার্জি , ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন সহ অন্যান্যরা। প্রবীন মানুষদের চিকিৎসায় বিশেষ যন্তবান হতে হয়। তাদের আস্থা যোগাতে হবে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের। প্রবীণ মানুষদের বয়সের মাপকাঠি এখন ৬০ নয়। আরো বেশি বলে জানান স্বাস্থ্য সচিব।