স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ অক্টোবর : ইন্ডিয়ান অ্যাকাডেমি অফ পেডিয়াট্রিক-এর উদ্যোগে শুক্রবার অনুষ্ঠিত হয় রক্তদান ও অঙ্গদান শিবির। এদিন আইজিএম হাসপাতালে এই শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিধায়ক ডাক্তার দিলীপ কুমার দাস, এজিএমসি-র মেডিকেল সুপার সঞ্জীব দেববর্মা সহ অন্যান্যরা।
এইদিনের শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে বিধায়ক ডাক্তার দিলীপ কুমার দাস বলেন ইন্ডিয়ান একাডেমী অফ পেডিয়াট্রিক যে উদ্যোগ গ্রহণ করেছে, এইটা একটা শুভ উদ্যোগ। ডাক্তাররা সারাদিন মানুষের সেবা করেন। তার পাশাপাশি তারা নিজেদের রক্ত দিয়ে সমাজের সেবা করছেন। সমাজের পক্ষে এই ঋন শোধ করা কঠিন।