স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ অক্টোবর : মানসিক অবসাদগ্রস্ত ব্যক্তির হাতে আক্রান্ত এক ব্যক্তি। ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার হেজামারা এলাকায় নিজ বাড়িতে মানসিক অবসাদগ্রস্ত বড় ভাইয়ের ছেলের হাতে আক্রান্ত হয়ে গুরুতর আহত হন হেমন্ত দেববর্মা নামে ৪৫ বছরের এক ব্যক্তি।
জানা যায় তারই বড় ভাইয়ের ছেলে সমীর দেববর্মা দীর্ঘদিন মানসিক রোগে ভুগছিলেন। এরই মধ্যে বৃহস্পতিবার সকালে একটি লাঠি দিয়ে হেমন্ত দেববর্মা মাথার মধ্যে আঘাত করে তার বড় ভাইয়ের ছেলে। তারপরই রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে হেমন্ত দেববর্মা। পরে পরিবারের লোকজনরা রক্তাক্ত অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রেফার করে জিবি হাসপাতালে। বর্তমানে জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন হেমন্ত দেববর্মা।