স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ অক্টোবর : সামান্য বাক বিতন্ডাকে কেন্দ্র করে প্রতিহিংসা মূলক রাবার বাগান কেটে নষ্ট করলে দুষ্কৃতীরা। ঘটনা মোহনপুর বিধানসভার আমগাছিয়া এলাকায়। পুলিশে অভিযোগ দায়ের করেন বাগান মালিক নির্মল দেব। অভিযুক্ত বিষ্ণু মল্লিক পলাতক। মোহনপুর বিধানসভার অন্তর্গত সাত ডুবিয়া গ্রামের নির্মল দেবের রাবার বাগান রয়েছে আমগাছিয়া এলাকায়।
বুধবার সন্ধ্যারাতে আমগাছিয়া বাজারে নির্মল দেব এবং বিষ্ণু মল্লিকের মধ্যে সামান্য একটি বিষয়কে ঘিরে বাক বিতন্ডা হয়। সেই সময় বিষ্ণু মল্লিক হুমকি দিয়েছিল এই রাতেই দেখে নেওয়া হবে বলে অভিযোগ। তারপরই বৃহস্পতিবার সকালে নির্মল দেবের প্রায় দেড়শটি রাবার গাছ কেটে দেওয়ার ঘটনা সামনে আসে বলে অভিযোগ করেন নির্মল দেব। তিনি সরাসরি বিষ্ণু মল্লিকের বিরুদ্ধে এই ঘটনা ঘটানোর জন্য অভিযোগ করেন। দুষ্কৃতিরা রাবার গাছের মাঝ বরাবর চারদিক থেকে দা দিয়ে গাছের ছালগুলো তুলে নিয়েছে। ফলে আগামী কিছুদিনের মধ্যেই এই গাছগুলি মরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই ঘটনার পাশাপাশি পাশের অন্যান্য বাগান থেকেও রাবারের রস সংগ্রহের বাটি চুরি হয়ে গেছে একই রাতে। বাগান মালিক নির্মল দেব এবং স্থানীয়রা দাবি করেছেন অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করুক পুলিশ।