স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ অক্টোবর : বৃহস্পতিবার মধ্য ডুকলি এলাকায় নিজ বাড়ির গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় হরিপদ ঘোষ নামে ৫০ বছরের এক শিক্ষকের মৃতদেহ। পরে পরিবারের লোকজন মৃতদেহ দেখতে পেয়ে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে ফেলে, কিন্তু শেষ রক্ষা হয়নি।
পরে পরিবারের তরফ থেকে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে ছুটে যায় মহারাজগঞ্জ বাজারে পুলিশ ফাঁড়ির পুলিশ। মৃতদেহটি নিয়ে আসে জিবি হাসপাতালে ময়না তদন্তের জন্য। খুন নাকি আত্মহত্যা তা নিয়ে ধোঁয়াশা পরিজনদের মধ্যে। পুলিশ একটি মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশের ধারণা ময়না তদন্তে স্পষ্ট হবে খুন নাকি আত্মহত্যা। কিন্তু পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে মানসিক অবসাদের কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।