স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ নভেম্বর : নবম এবং একাদশ শ্রেণির ৮০ নম্বরের পরিক্ষা নেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে এন এস ইউ আই পক্ষ থেকে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা। এদিন কংগ্রেস ভবন থেকে একটি মিছিল সংঘটিত করা হয়। মিছিলটি শুরু হওয়ার পর পশ্চিম থানা পুলিশ মিছিলটি বাধা দেয়। পরবর্তী সময় বিক্ষোভকারীদের গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ। পুলিশের সাথে দীর্ঘক্ষণ বাকবিতণ্ডা চলে এন এস আই কর্মী-সমর্থকদের।
এন এস ইউ আই রাজ্য সভাপতি সম্রাট রায় জানান নবম এবং একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের নিয়ে রাজ্য শিক্ষা দপ্তর সময়ে সময়ে সিদ্ধান্ত পরিবর্তন করছে। স্কুল খোলার পর হাতে বেশি সময় না থাকার পরেও শিক্ষা দপ্তর নবম এবং একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের ৮০ নম্বরের পরিক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। ছাত্র-ছাত্রীদের স্বার্থে দাবি করা হচ্ছে ৪০ নম্বরে যাতে পরিক্ষা গ্রহণ করা হয়। নয়তো বৃহত্তর আন্দোলনে নামবে ছাত্র-ছাত্রীরা বলে জানান তিনি।