স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ নভেম্বর : সন্ত্রাস সৃষ্টি করে বিনা যুদ্ধে ৩৪ শতাংশ পুর এবং নগর পঞ্চায়েত আসন দখল করার পর অবশিষ্ট আসনগুলি জন্য শাসক দল বিজেপি কোমর বেঁধে মাঠে নেমেছে। সারা রাজ্যে প্রতিদিন শাসক দলের দুর্বৃত্তদের দ্বারা বিরোধী দলগুলির প্রার্থী এবং কর্মীরা আক্রান্ত হচ্ছে।
এবং শাসক দলের বাধা প্রাপ্ত হয়ে আমরা বাঙালির বহু মনোনীত প্রার্থী আগরতলা পুর নিগম এবং খোয়াই পুর নিগমে মনোয়নপত্র দাখিল করতে পারে নি। এমনটাই অভিযোগ তুলে শুক্রবার আমরা বাঙালি দলের পক্ষ থেকে শিবনগর প্রদেশ কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখানো হয়। উপস্থিত ছিলেন আমরা বাঙালি দলের রাজ্য সম্পাদক গৌরাঙ্গ রুদ্র পাল। তিনি সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন আগরতলা পুর নিগমের ১৪, ২৪, ৩৯ এবং ৪৩ নম্বর ওয়ার্ডে মনোনীত প্রার্থীরা আমরা বাঙালি পক্ষ থেকে শাসকদলের বিরুদ্ধে লড়াই করবে। মনোনীত প্রার্থীদের মূল লক্ষ্য আগরতলা শহরের উন্নয়ন করা। তাই আমরা বাঙালি দলের সকল প্রার্থীদের যাতে ভোট দিয়ে জয়যুক্ত করা হয় তার জন্য আহ্বান জানান তিনি।