স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ নভেম্বর : ৩১ অক্টোবর সন্ধ্যায় শোভাযাত্রার মাধ্যমে গঙ্গা আনয়ন ও মঙ্গলঘট স্থাপনের মধ্যদিয়ে শুরু হয় রাজধানীর মহারাজগঞ্জ বাজারের শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর হরিনাম সংকীর্তন। শুক্রবার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর হরিনাম সংকীর্তন ও মহোৎসব উপলক্ষ্যে বিতরণ করা হয় মহাপ্রসাদ। এইদিন দুপুর থেকে রাজধানীর সেন্ট্রাল রোড ও নেতাজী রোডে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
এ উপলক্ষ্যে এইদিন মহারাজগঞ্জ বাজারস্থিত শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে যান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর দর্শন করে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর মঙ্গল কামনা করেন। পরে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর হরিনাম সংকীর্তন ও মহোৎসব উপলক্ষ্যে আগত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এইদিন মুখ্যমন্ত্রী সাথে ছিলেন ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশানের সভাপতি ডা: মানিক সাহা সহ উৎসব কমিটির সদস্যরা।