Saturday, February 15, 2025
বাড়িরাজ্যরাজ্য সরকারকে ধন্যবাদ জানালেন প্রদেশ বিজেপি সভাপতি

রাজ্য সরকারকে ধন্যবাদ জানালেন প্রদেশ বিজেপি সভাপতি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ সেপ্টেম্বর : রাজ্যের মানুষ ২০১৮ সালে দীর্ঘ প্রত্যাশা নিয়ে দুঃখ দুর্দশা দূর করতে ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত করেছে। গত সাড়ে চার বছরে ভারতীয় জনতা পার্টির সরকার মানুষের সুবিধার্থে শ্রমজীবী মানুষ থেকে শুরু করে সরকারি কর্মচারী পর্যন্ত সকল অংশের মানুষের জন্য বিভিন্ন প্রকল্প ঘোষণা করেছে। বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার বৈঠকে রাজ্যবাসী স্বার্থে আরো বেশ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তাই প্রদেশ বিজেপির পক্ষ থেকে রাজ্য সরকারকে ধন্যবাদ জানানো হচ্ছে।

শুক্রবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এ কথা বলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি বলেন ২০১৮ সালে সরকারের প্রতিশ্রুতি ছিল সামাজিক ভাতা ৭০০ টাকা থেকে ২ হাজার টাকা করা হবে। সেই অনুযায়ী সামাজিক ভাতা ২০০০ টাকা করা হয়েছে। এমনকি আরো ৩০ হাজার গরিব অংশের মানুষকে এই ভাতার আওতায় আনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে মন্ত্রীসভায়। আরো সিদ্ধান্ত হয় বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের বিষয়ে। এবং ইতিমধ্যে টেট উত্তীর্ণদের নিয়োগ করার সিদ্ধান্ত। পাশাপাশি অন্যান্য দপ্তরের লোক নিয়োগ করার ঘোষণা দেওয়া হয়েছে। এবং রাজ্যে ৪২ হাজার ক্ষতিগ্রস্ত কৃষককে একযোগে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে সরকার। তাই এই গরিব বেকার, কৃষক ও শ্রমিকের জন্য। সরকার এই কাজগুলি দ্রুততার সঙ্গে করে দেখিয়েছে। তবে কোভিডের কারণে দুবছর উন্নয়নমূলক কাজে বাঁধা সৃষ্টি হয়েছে বলে জানান তিনি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য