স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ সেপ্টেম্বর : নবম জাতীয় প্রদর্শনী এবং প্রজেক্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় দিল্লীতে। গত ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত হয় এই প্রতিযোগিতা। জেলা, রাজ্য ও জাতীয় স্তরের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সারা দেশের থেকে ৫০০র অধিক মডেল অংশ নেয় প্রতিযোগিতায়। সেখান থেকে বাছাই করা হয় ৬০ টি মডেলকে। তার মধ্যে ত্রিপুরা থেকে দুটি মডেল পুরস্কৃত হয়।
সমগ্র দেশের মধ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থান দখল করে ত্রিপুরার দুটি মডেল। পুরষ্কার প্রাপক দুই ছাত্র ছাত্রীর নাম শিশু বিহার স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী মধুরিমা দাস এবং সাকিল সাহা । শুক্রবার এস সি ই আর টি কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে দুই কৃতিকে সংবর্ধনা প্রদান করা হয় । উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, সেকেন্ডারি এডুকেশনের অধিকর্তা এন সি শর্মা সহ অন্যান্যরা। আগে এস সি ই আর টি নাম ও তাঁর কাজকর্ম সম্পর্কে রাজ্যের মানুষ অবগত ছিল না। এখন মানুষ এস সি ই আর টি -র কাজকর্ম সম্পর্কে অবগত। তাদের কাজ ফল মিলছে শিক্ষা ক্ষেত্রে। কৃতিদের জন্য মোহনপুর বিধানসভা কেন্দ্রে সংরক্ষিত করে রাখা হবে। কেবল মন্ত্রী হলেই হবে না। এই কেন্দ্র থেকে জিতে আর বড় স্থানে যাওয়ার স্বপ্ন দেখতে হবে। ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা সহ উত্তর পূর্বের নাম উজ্জ্বল করতে হবে এই কৃতিদের।