Friday, April 19, 2024
বাড়িরাজ্যচার দফা দাবিতে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ

চার দফা দাবিতে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ সেপ্টেম্বর :  বেকারত্বের দ্রুত সমাধান করা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য হ্রাস করা, কর্মচারীদের পুরোপুরি ডি এ মিটিয়ে দেওয়া সহ চার দফা দাবিতে শনিবার রাজধানীর সিটি সেন্টারে সামনে পশ্চিম ত্রিপুরা সদর জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গণ অবস্থানের আয়োজন করা হয়। এদিন গণ অবস্থানে উপস্থিত তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি সরকারের সমালোচনা করে বলেন, ত্রিপুরার রাজ্যে বর্তমান সরকারের নৈরাজ্য চলছে।

উন্নয়নের কোন দেখা মিলছে না। এবং এ সরকার গত সাড়ে চার বছরে মানুষের আয় বৃদ্ধি করতে কোনরকম ব্যবস্থা করেনি। এমনকি জিনিসপত্রের মূল্য আকাশছোঁয়া। মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। ডাবল ইঞ্জিন সরকারের আমলে মানুষের অসহায় অবস্থা চরমে উঠেছে। এছাড়া গণতন্ত্র নেই, বেকারত্ব ভয়াবহ রূপ ধারণ করছে, শিক্ষা, স্বাস্থ্য ক্ষেত্রও নৈরাজ্য সৃষ্টি হয়ে আছে। তাই মানুষকে অবগত করার জন্য বিক্ষোভের শামিল হয়েছে তৃণমূল কংগ্রেস বলে জানান তিনি। আরো বলেন যতদিন না পর্যন্ত রাজ্যের মানুষকে সুশাসন, উন্নয়ন এবং পরিষেবা দেওয়া যাচ্ছে না, ততক্ষণ পর্যন্ত তৃণমূল কংগ্রেস লড়াই করবে। বিশেষ করে আগামী দুর্গাপূজার পর পুরোপুরি ভাবে ময়দানে নেমে আন্দোলন সংগঠিত করবে বলে জানান শ্রী বন্দোপাধ্যায়। সভায় এদিন এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পান্না দেব সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য