স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ সেপ্টেম্বর : শিশু চোর সন্দেহে আটক এক মহিলা। শনিবার সকালে বিশালগড় মুড়াবাড়ি এলাকা থেকে সেই মহিলাকে স্থানীয়রা আটক করে খবর দেয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশালগড় থানার পুলিশ। পুলিশ অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
স্থানীয়রা জানায়, এদিন সকালবেলা এলাকায় অঙ্গনওয়াড়ি সেন্টারটি সামনে মহিলা ঘোরাফেরা করছিল। তখন স্থানীয়দের সন্দেহ হয়। মহিলা নাম বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করার পর কথাবার্তায় ব্যাপক অসংলগ্নতা পায়। এতে জনমনে সন্দেহের দানা বাঁধে। তাই পুলিশকে খবর দিয়ে তুলে নেওয়া হয়। এলাকাবাসীর দাবি যাতে ঘটনায় সুষ্ঠ তদন্ত করে পুলিশ।