Friday, March 29, 2024
বাড়িরাজ্যআরোগ্য সমিতির কর্মশালা স্টেট গেস্ট হাউসে

আরোগ্য সমিতির কর্মশালা স্টেট গেস্ট হাউসে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ সেপ্টেম্বর :  সোমবার স্টেট গেস্ট হাউসে ন্যাশনাল আরবান হেলথ মিশনের উদ্যোগে রাজ্য ভিত্তিক জন আরোগ্য সমিতি কর্মশালার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, বিধায়ক বিপ্লব ঘোষ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব দেবাশীষ বসু, স্বাস্থ্য মিশনের আধিকারিক সহ বিভিন্ন ব্লক স্তরের আধিকারিকরা।

প্রদীপ প্রজ্জ্বলন করে কর্মশালার উদ্বোধন করেন মেয়র দীপক মজুমদার। তিনি জানান, রোগী কল্যাণ সমিতি এখন জন আরোগ্য সমিতির নামে করার উদ্যোগ নিয়েছে সরকার। এবং এই জন আরোগ্য সমিতির মাধ্যমে মানুষের মধ্যে পরিষেবা আরো বেশি ভাবে পৌঁছে দিতে সরকার উদ্যোগ নিয়েছে। এর জন্য অর্থ বরাদ্দ বাড়ানো হয়েছে। এবং এই কর্মশালার মাধ্যমে আলোচনা হয়েছে জেলা ভিত্তিক যেসব হাসপাতাল রয়েছে সেসব হাসপাতালে পরিষেবার মান আরো বেশি উন্নত করার। যাতে জেলা ভিত্তিক হাসপাতাল গুলি থেকে রোগীদের আগরতলা রেফার করার প্রবণতা কমানো যায়। এবং এই কর্মশালা মধ্যে দিয়ে যারা অংশগ্রহণ করেছে তাদের অবগত করা হচ্ছে যাতে সরকারের এই উদ্যোগ আগামী দিনে সফল হয়। সরকারি যেসব স্বাস্থ্য বিষয়ক সুবিধা রোগীদের জন্য রয়েছে সেগুলি সঠিকভাবে মানুষের মধ্যে প্রদান করতে জনপ্রতিনিধিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা পারে কমিটির সাথে নির্ধারিত সময় পরপর বৈঠক করে স্বাস্থ্য পরিষেবার বিকাশ ঘটাতে। মেয়র আরো বলেন, ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবা আগের তুলনা অনেক বেশি উন্নত হয়েছে। ফলে রোগীদের বহির্রাজ্যে খুব কম যেতে হয়। জটিল অস্ত্র প্রচার এখন জিবি হাসপাতালে হচ্ছে। সরকার চাইছে পরিষেবা আরো বেশি উন্নত করতে। এর জন্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদেরও সহযোগিতার আহ্বান জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য