স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ সেপ্টেম্বর : বিগত ২০১৩ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ত্রিপুরা রাজ্যে ভলান্টিয়ার্সদের একটি কমিটি ছিল। কিন্তু কেউ কেউ ব্যক্তি স্বার্থ তরম্বিত করার জন্য সাধারণ ভলেন্টিয়ার্সদের কাছ থেকে আদালতে মামলা করা হবে বলে প্রচুর অর্থ সংগ্রহ করে।
এমনকি অল ত্রিপুরা এসএসবি ভলেন্টিয়ার্স এসোসিয়েশনের ব্যানার সামনে রেখে বর্তমানে আবারো আদালতের মামলার কথা বলে অর্থ সংগ্রহ করছে। বর্তমান রাজ্য কমিটি বিগত রাজ্য কমিটির কোন সম্পর্ক নেই। তাই প্রতারণার ফাঁদে পা না দিয়ে সজাগ দৃষ্টি রাখার জন্য আহ্বান জানান অল ত্রিপুরা এসএসবি ভলেন্টিয়ার্স ( আইটিভি / ওয়াট) এসোসিয়েশনের সভাপতি মনিন্দ্র চন্দ্র দেব। এবং যারা এই ধরনের অর্থ সংগ্রহ করছে তাদের ভূমিকা তীব্র নিন্দা জানান তিনি।