স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ সেপ্টেম্বর : তেলিয়ামুড়া মহাকুমা মোহরছড়া লালটিলা এলাকায় শনিবার গভীর রাতে রাস্তার পাশে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকার লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তেলিয়ামুড়া থানার পুলিশ। রক্তাক্ত মৃত দেহটি উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহাকুমা হাসপাতালে।
মৃত ব্যক্তির নাম স্বপন কুমার রায়। বাড়ি তেলিয়ামুড়া থানাধীন মোহরছড়া এলাকায়। মৃত ব্যক্তির পরিবারের লোকজনদের অভিযোগ, দুর্বৃত্তরা হত্যা করেছে। কারণ তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এ বিষয়ে মৃত ব্যক্তির পরিবারের তরফে তেলিয়ামুড়া থানায় অভিযোগ দায়ের করা হবে বলে জানায়। রবিবার মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়। তেলিয়ামুড়া থানার পুলিশ এই ঘটনাঐ সন্দেহজনকভাবে চার জনকে জিজ্ঞাসাবাদ করার জন্য তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে। ময়না তদন্তে রিপোর্ট হাতে আসলে এবং তাদের জিজ্ঞাসাবাদের পর মৃত্যুর কারণ ষ্পষ্ট হবে বলে পুলিশের ধারণা।