স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ সেপ্টেম্বর : পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে শহরে বাড়ছে চুরির ঘটনা। রবিবার সকালে মহেশখলা নেপালি টিলা এলাকায় চুরি করতে এসে হাতে নাতে ধরা পড়ল গাড়ি সহ দুই চোর। তাদের উত্তম মধ্যম দিয়ে আমতলী থানার পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসী। ধৃতদের নাম আশিস দাস এবং চন্দন দাস।
এলাকাবাসী এদিন সকাল বেলা সন্দেহজনক ভাবে গাড়িটি আটক করে। পরে গাড়িটি থেকে উদ্ধার হয় ৩ কুইন্টাল ওজনের লোহা। আটক দুই চোরের কথাবার্তা ব্যাপক অসংলগ্নতা পায় এলাকাবাসী। তারপর এলাকাবাসী ২ যুবককে বেঁধে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। আমতলী থানার পুলিশ একটি চুরির মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। পাশাপাশি গাড়িটি আটক করেছে পুলিশ। এলাকাবাসী জানায়, আটক গাড়ির নম্বর টি আর ০১ কিউ ০৭১৬। এলাকাবাসীর অভিযোগ এই গাড়িটি সারারাত এলাকায় ঘোরাঘুরি করে। গত কয়েকদিনে এলাকায় বহু গরু ছাগল চুরির ঘটনা সংঘটিত হয়েছে। তাই এদিন সন্দেহজনক ভাবে তাদের আটক করার পর তাদের কথায় বার্তা ব্যাপক অমিল পেয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এলাকার সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। তবে প্রশ্ন উঠতে শুরু করেছি রাজ্য পুলিশের সম্প্রতি জারি করা বিবৃতি নিয়ে। কারণ বিবৃতিতে বলা হয়েছিল শহরের বিভিন্ন স্থানে নাকা বসিয়ে চুরির ঘটনা নিয়ন্ত্রণে আনা হবে। কিন্তু বাস্তবে কোথায় কি ? পুলিশের ব্যর্থতায় জনগণকে সক্রিয় হয়ে রাস্তায় নেমে চোর ধরতে হচ্ছে।