স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ সেপ্টেম্বর : প্রতিবছর বহু মানুষ বিদ্যুৎ নিগমের গাফিলতিতে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুতিক তারের সংস্পর্শে এসে মৃত্যু হওয়ার অভিযোগ উঠলেও কুম্ভ নিদ্রা ভাঙছে না সংশ্লিষ্ট নিগম কর্তৃপক্ষের। রাজধানী উপেন্দ্র বিদ্যামন্দির স্কুল থেকে বর্ডার গোলচক্কর বাজার পর্যন্ত বহু বিদ্যুতিক ঝুলন্ত তার ছিড়ে রাস্তায় পড়ছে।
আর এই এলাকাটি দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করে পথচারীরা। ফলে যেকোনো সময় ঘটতে পারে প্রাণহানির ঘটনা এমনটাই আশঙ্কা স্থানীয়দের। স্থানীয়দের কাছ থেকে আরো জানা যায় এ বিষয়ে বহুবার সংশ্লিষ্ট নিগম কর্তৃপক্ষকে অবগত করা হলেও কোন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। এবং প্রশ্নের উঠতে শুরু করেছে যদি এ ধরনের প্রানহানির ঘটনা ঘটে তাহলে এর জন্য দায়ী কে হবে। কিন্তু স্থানীয়দের মধ্যে যেভাবে ক্ষোভের সঞ্চার হচ্ছে তাতে পরিস্থিতি যেকোনো সময় প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারবে বলে আশঙ্কা।