স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৬ অক্টোবর : রবিবার অভিরূপ দেবনাথের বাড়িতে গেলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। গত অষ্টমী দিন ধর্মনগর নেতাজি পাড়ায় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অভিরূপে। ১০ বছরের অভিরূপ সেদিন পুজো দেখতে বের হয়েছিল তার বাবার সঙ্গে। কিন্তু মর্মান্তিক দুর্ঘটনায় আর বাড়ি ফিরলো না বাবার হাত ধরে। ফিরেছে তার নিথর দেহ। পুলিশ অভিযুক্ত গাড়ি চালককে আটক করেছে।
রবিবার সকালে তিনি ধর্মনগরের শিবনাথ লেন এলাকায় অবস্থিত অভিরূপের বাড়িতে গিয়ে শোক জ্ঞাপন করেন। প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিককে কাছে পেয়ে চোখের জল ধরে রাখতে পারল না অভিরূপের পরিবার। অভিরূপের মা প্রতিমা ভৌমিককে ধরে কেঁদে ভাসালেন। পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জানান। প্রতিমা ভৌমিকের সঙ্গে ছিলেন ত্রিপুরা মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী, মলিনা দেবনাথ সহ অন্যান্যরা।

