স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৬ অক্টোবর : রবিবার জুয়েল এন্টারপ্রাইজ ৩৯ তম প্রতিষ্ঠিতা দিবস উপলক্ষে রক্তদান শিবির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সুশান্ত চৌধুরী, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। মন্ত্রী সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকার দিয়ে বলেন রক্তদান মানেই মানববন্ধন এবং মানব ধর্ম পালন করা। এর মধ্য দিয়ে মানব সেবা হয়। তিনি আরো বলেন, জুয়েল এন্টারপ্রাইজ একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান। রাজধানীর ইন্দ্রনগর এলাকায় তাদের ব্যবসায়ী প্রতিষ্ঠান।
প্রতিবছর তারা প্রতিষ্ঠা দিবসে এ ধরনের সমাজ সেবা মূলক কার্যকলাপ সংগঠিত করে। এর জন্য প্রশংসা করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। গত ২৩ অক্টোবর তিপরা সিভিল সোসাইটির ডাকে যে বনধ হয়েছে সে বিষয় নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি বলেন শান্তিপূর্ণ ভাবে ধর্মঘট করার অধিকার সকলের রয়েছে। কিন্তু কারোর উপর আঘাত আনা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। গত ২৩ এপ্রিল যা হয়েছে সেটা রাজ্যবাসী নিন্দা জানিয়েছে। তিনি বলেন, কমলপুরের ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশাসন প্রশাসনের মতো করেই চলবে। যারা অপরাধমূলক কার্যকলাপে জড়িত তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

