স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ আগস্ট : গত ২২ আগস্ট ত্রিপুরা হাইকোর্টের রায়ে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে কর্মরত দুই শতাধিক ডি ডব্লিউ এস – কর্মী ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের দৈনিক হাজিরা কর্মচারী হিসেবে আইনি স্বীকৃতি পায়। এই আন্দোলনে যারা সহযোগিতা করেছেন এবং আইনি লড়াইয়ে যোগ্য ভূমিকা পালন করছেন তাদের ত্রিপুরা গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতির পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।
ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের ১৪৮ টি শাখা, ১৪ টি ইউ এস বি, ৩ টি রিজোনাল অফিস ও প্রধান শাখা রয়েছে। সব মিলিয়ে ১৬৬ টি ইউনিট। অনেক শাখায় একাধিক অফিস এটেন্ডন্ট প্রযোজন। অথচ ব্যাংকে বর্তমানে ১৬ জন অফিস এটেন্ডন্ট কর্মরত আছেন। বাকী শাখায় ডি ডব্লিউ এস -দের দিয়ে কম মজুরি বিনিময়ে অপেক্ষা কৃত বেশি দায়িত্ব নিয়ে দায়িত্ব প্রতিপালন করে গেছেন। ৭৫ জন ডি ডব্লিউ এস -দের দীর্ঘ বঞ্চনার অবসান করে তাদের নিযমিতকরণের মধ্য দিয়ে কাজের স্বীকৃতি দিয়েছে উচ্চ আদালত বলে জানান সমিতির সভাপতি কৃশানু দাস। বৃহস্পতিবার ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক কর্মচারী সমিতির কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান তিনি। উপস্থিত ছিলেন বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মণ, সম্পাদক রত্না ব্যানার্জি, জয়েন্ট একসন ফোরামের চেয়ারম্যান বিজন ধর, ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক অফিসার্স ইউনিয়ন সভাপতি সিদ্ধার্থ শংকর দেবরায়।