Saturday, March 15, 2025
বাড়িরাজ্যভিপরালাপতা শীর্ষক একটি আন্ত বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা

ভিপরালাপতা শীর্ষক একটি আন্ত বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ আগস্ট : শিশুবিহার এলামনি এসোসিয়েশনের উদ্যোগে বৃহস্পতিবার ভিপরালাপতা শীর্ষক একটি আন্ত বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রবীন্দ্র ভবনে এই আন্ত বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার সূচনা করেন শিক্ষামন্ত্রী রতন লাল  নাথ। এই বছর অষ্টম বছরে পদার্পন করেছে ভিপরালাপতা। বিচারকের ভূমিকায় ছিলেন রাজ্যের ৩ জন বিশিষ্ট ব্যাক্তিত্ত্ব।

একজন আইন বিষেজ্ঞ, একজন সংবাদ জগতের ব্যক্তিত্ত্ব এবং আরেকজন বিশিষ্ট শিক্ষাবিদ।  এবছর ২১ টি বিদ্যালয়ের ৪২ জন ছাত্রছাত্রী অংশগ্রহন করে  আন্ত বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায়। রাজ্য, দেশ, সমাজ, পরিবারকে নিয়ে স্বপ্ন দেখতে হবে। যেই স্বপ্ন ঘুমাতে দেয় না, সেই স্বপ্ন দেখতে হবে।  এই ক্ষেত্রে বিতর্ক প্রতিযোগিতা ছাত্র ছাত্রীদের অনেক জ্ঞানে সমৃদ্ধ করবে। এই বিতর্ক প্রতিযোগিতা আবার বিদ্যালয় স্তরে চালু করা যায় কিনা তা চিন্তা ভাবনা করে দেখছে শিক্ষা দপ্তর। গনতন্ত্রের সঙ্গে বিতর্কের সম্পর্ক নিবিড়। এতে যুক্তি দিয়ে শোনার মানসিকতা তৈরি হয়। ভাষার ব্যাকরনের মত বিতর্কের একটা রীতি নীতি আছে বলে জানান মন্ত্রী রতন লাল নাথ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য