স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ আগস্ট : বৃহস্পতিবার দুই দিনের রাজ্য সফরে আসেন গ্রামোন্নয়ন এবং পঞ্চায়েত রাজ দপ্তরের কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। এদিন রাজ্য অতিথি শালায় রাজ্যে চলা গ্রামোন্নয়ন এবং পঞ্চায়েত রাজ দপ্তরের অধীন বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের অগ্রগতি সম্পর্কে পর্যালোচনা বৈঠকে অংশ নেন তিনি।
এই বৈঠক উপস্থিত ছিলেন উপ মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা সহ উচ্চ পদস্থ আধিকারিকেরা। তবে এর আগে রাজ্য অতিথি শালায় সৌজন্য মূলক সাক্ষাৎকারে মিলিত হন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং ও মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। দুজনের মধ্যে বেশ কিছুক্ষন আলোচনা হয়। পর্যালোচনা বৈঠকের শুরুতে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং-কে পুস্প স্তবক দিয়ে স্বাগত জানান উপ মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা। এদিন রাজ্যে চলা গ্রামোন্নয়ন এবং পঞ্চায়েত রাজ দপ্তরের অধীন বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নেওয়ার পাশাপাশি সমস্যা গুলি সম্পর্কেও অবগত হন। প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর প্রদানের বিষয়েও খোঁজ খবর নেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং।