স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ আগস্ট : শাসক দলের দুর্বৃত্তদের অতর্কিত হামলা সি পি আই এম কর্মীর বাড়িতে। ঘটনা দুর্জয়নগর এলাকার প্রফুল্ল বোড়ার বাড়িতে। দুর্বৃত্তদের আক্রমণে প্রফুল্ল বুড়ার স্ত্রী সুস্মিতা বোড়া পা ভেঙে যায়। আক্রমণের শিকার সুস্মিতা বোড়ার অভিযোগ দুর্বৃত্তরা সকলে বড়জলা মন্ডলের কর্মী। সোমবার রাতে বাড়িতে আচমকা এসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দুর্বৃত্তরা ভাঙচুর শুরু করে।
সাথে সাথে বাড়ি থেকে পালিয়ে যায় সুস্মিতা বোড়ার ভাই। পরবর্তী সময় সুস্মিতা বোড়াকে খালি বাড়িতে পেয়ে বেধড়ক মারধর করে ২০-২৫ জন দুর্বৃত্তরা। খবর পেয়ে মহিলার মেয়ে ও মেয়ের জামাই ছুটে এসে জিবি হাসপাতালে নিয়ে যায়। ঘটনার পর এয়ারপোর্ট থানার পুলিশ ছুটে আসে। যেসব দুর্বৃত্তরা এই দিনের ঘটনায় সংঘটিত করেছে তারা এলাকার শাসক দলের দুর্বৃত্তদের সাথে মিলেমিশে এই ঘটনা সংঘটিত করেছে বলে অভিযোগ তুলেন তিনি। তিনি আরো জানান, আগেও এই ধরনের ঘটনা সংগঠিত হয়েছে সুস্মিতা দেবীর পরিবারের উপর। এমনকি বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে গত কয়েক বছর ধরে রেগার কাজ পান না তিনি। কাজের জন্য গেলে বলা হয় বিরোধী দলের কর্মী বলে কাজ চলে গেছে। এদিনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।