স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ আগস্ট : সোমবার রাতে নেশা পাচারের গোপন খবর পেয়ে অরুন্ধতী নগর থানার পুলিশ রাজধানীর প্রতাপগড় স্টিল বীজ সংলগ্ন এলাকায় উৎপেতে পেতে বসে থাকে। এবং সন্দেহভাজন ভূপেন চক্রবর্তী নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। তার কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৪১ প্যাকেট ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
মোট ৮২০০ ইয়াবা ট্যাবলেট ভুপেন চক্রবর্তীর কাছ থেকে উদ্ধার করতে সক্ষম হয়। পড়ে সেই যুবককে জিজ্ঞাসাবাদ চালিয়ে প্রতাপগড় তার ভাড়া বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। সেখান থেকে মোবাইল, এ টি এম কার্ড, আধার কার্ড ও ভোটার আই ডি সিজ করে পুলিশ। এই ঘটনায় ভুপেন্দ্র চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। এই চক্রের বাকীদের সন্ধান মেলা সম্ভব হবে বলে ধারনা। আটক ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য ১০ লক্ষ টাকার অধিক হবে বলে পুলিশের কাছ থেকে জানা যায়। স্থানীয়দের অভিযোগ এলাকায় প্রতিদিন সন্ধ্যার পর থেকে নেশায় রমরমা চলে। পুলিশে নিয়মিত টহলদারি না থাকার ফলে সুষ্ঠ পরিবেশ নষ্ট করে ফেলছে নেশা কারবারিরা।