Thursday, April 18, 2024
বাড়িপ্রযুক্তিদেড়শ দেশে একযোগে ‘রিলস’ ফিচার চালু করছে ফেইসবুক

দেড়শ দেশে একযোগে ‘রিলস’ ফিচার চালু করছে ফেইসবুক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ ফেব্রুয়ারি। একযোগে দেড়শ দেশে ‘রিলস’ ফিচার চালু করছে শীর্ষ সামাজিক মাধ্যম ফেইসবুক। সংক্ষিপ্ত ভিডিও’র এই ফরম্যাটটিকে বলা হচ্ছে বর্তমান প্রযুক্তি বাজারের সবচেয়ে দ্রুত বর্ধনশীল কনটেন্ট ফরম্যাট।

ফেইসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস ব্যাপক পরিসরে ‘রিলস’ ফিচারটি চালু করার ঘোষণা দিয়েছে মঙ্গলবার। ২০২১ সালে নানাবিধ বিতর্ক আর সমালোচনার মুখে পড়েছে ফেইসবুক। ভাটা পড়েছে প্ল্যাটফর্মটির দৈনিক ব্যবহারকারীর সংখ্যায়। বছর শেষে মেটা’র বাজারমূল্য কমেছে এক-তৃতীয়াংশ। এমন পরিস্থিতিতে প্রতিষ্ঠানটি ‘রিলস’-এর উপরই বাড়তি গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছে রয়টার্স।মেটা ইনস্টাগ্রামে ‘রিলস’ ফিচার এনেছে ২০২০ সালে। আর ফেইসবুকে ফিচারটি সীমিত পরিসরে চালু হয়েছে ২০২১ সালে। মূলত চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সের মালিকানাধীন অ্যাপ টিকটকের বিপরীতে প্রতিদ্বন্দ্বীতার জন্যই ফিচারটি চালু করেছে বিশ্বের শীর্ষ সামাজিক মাধ্যমটি।“এখন পর্যন্ত আমাদের সবচেয়ে দ্রুত বর্ধনশীল কনটেন্ট ফরম্যাট হচ্ছে ‘রিলস’। আজ থেকে আমরা ফিচারটিকে বিশ্বের সব ফেইসবুক ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করছি,” মঙ্গলবার এক ফেইসবুক পোস্টে বলেছেন প্রতিষ্ঠানটি প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।

প্রতিষ্ঠানটি বলছে, তাদের প্ল্যাটফর্মে ব্যবহারকারীরা যতো সময় কাটান তার অর্ধেক খরচ করেন ভিডিও দেখে। ‘রিলস’-এর মাধ্যমে কনটেন্ট নির্মাতাদের আয়ের নতুন উপায়ের ঘোষণাও দিয়েছে প্রতিষ্ঠানটি।কনটেন্ট নির্মাতাদের অণুপ্রাণিত করতে বোনাস দেওয়ার প্রকল্পের পরিসর আরো কয়েকটি দেশে বাড়ানোর ঘোষণা দিয়েছে মেটা। এ ছাড়াও নির্মাতারা যেন বিজ্ঞাপন থেকে আয় করতে পারেন সে জন্য ব্যানার ও স্টিকারের উপর বিজ্ঞাপন বসানোর ফিচার নিয়েও পরীক্ষা চালাচ্ছে ফেইসবুক।অন্যদিকে, অ্যাপল নিজস্ব অপারেটিং সিস্টেমের গোপনতা নীতিমালায় পরিবর্তন আনায় বিরূপ প্রভাব পড়েছে ফেইসবুকের উপর। প্রতিষ্ঠানটির ২০২১ সালের সর্বশেষ আর্থিক প্রতিবেদন বলছে, অ্যাপলের ওই পদক্ষেপে বিজ্ঞাপন আয় কমেছে ফেইসবুকের।

সামনের প্রান্তিকেও আয় বৃদ্ধির গতি কমার আশঙ্কা করছে ফেইসবুক। একদিকে বাজারে শক্ত প্রতিদ্বন্দ্বীতা, অন্যদিকে ‘রিলস’-এর মতো ছোট ভিডিও ফরম্যাটের প্রতি ব্যবহারকারীদের আগ্রহে বিপাকে পড়েছে ফেইসবুকের প্রায় দেড় দশকের পুরনো ব্যবসা কাঠামো। ছোট ভিডিও ফরম্যাটের কনটেন্টে ব্যবহারকারীদের আগ্রহ থাকলেও, এ ধরনের কনটেন্ট থেকে আয় কম প্রতিষ্ঠানগুলোর।মঙ্গলবারের ঘোষণায় মেটা জানিয়েছে, ব্যবহারকারীরা নতুন নতুন জায়গা থেকে যেন রিলস ফিচারটি ব্যবহার করতে পারেন সে জন্য একটি নতুন আপডেট উন্মুক্ত করবে তারা। নির্দিষ্ট কিছু দেশের ব্যবহারকারী ‘রিলস’ সাজেশন পাবেন তাদের নিউজ ফিডেই।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য