Thursday, December 4, 2025
বাড়িপ্রযুক্তিবিদেশি সফটওয়‍্যারের বদলে স্বদেশি ‘জোহো’, আত্মনির্ভর ভারতের সংকল্পে বড় সিদ্ধান্ত কেন্দ্রের

বিদেশি সফটওয়‍্যারের বদলে স্বদেশি ‘জোহো’, আত্মনির্ভর ভারতের সংকল্পে বড় সিদ্ধান্ত কেন্দ্রের

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ০৮ অক্টোবর : আত্মনির্ভর ভারত ও স্বদেশি আন্দোলনের ভাবনাকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। মন্ত্রক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, শিক্ষা মন্ত্রকের সমস্ত আধিকারিক ও কর্মীদের এখন থেকে সমস্ত সরকারি নথি, স্প্রেডশিট ও প্রেজেন্টেশন তৈরির কাজে ‘জোহো অফিস সুইট’ ব্যবহার করতে হবে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “জোহোর দেশীয় প্রযুক্তি নির্ভর প্রোডাক্টিভিটি টুলস গ্রহণের মাধ্যমে আমরা ডিজিটাল সার্বভৌমত্ব রক্ষার পথে এক সাহসী পদক্ষেপ নিচ্ছি। এর ফলে স্বদেশি উদ্ভাবনকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে, নিরাপদ থাকবে সরকারি তথ্য, আর দেশ আরও এক ধাপ এগোবে আত্মনির্ভর ভবিষ্যতের দিকে।” শিক্ষা মন্ত্রকের উচ্চশিক্ষা দফতরের জারি করা ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিদেশি সফটওয়‍্যারের উপর নির্ভরশীলতা কমাতে এবং ভারতীয় ডিজিটাল পণ্যের ব্যবহার ও বিকাশ বাড়াতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে ভারত আত্মনির্ভর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। প্রসঙ্গত, জোহোর তৈরি একের পর এক অ্যাপ ইতিমধ্যেই সামনে এসেছে। যার মধ্যে উল্লেখযোগ্য হল – আরাটটাই নামের এক কলিং ও মেসেজিং অ্যাপ। মনে করা হচ্ছে, এই অ্যাপটি হোয়াটসঅ্যাপের বিকল্প হতে পারে। একইসঙ্গে জোহোর তৈরি উলা ব্রাউজারও সামনে এসেছে। এই ব্রাউজারটি আবার জনপ্রিয় গুগল ক্রোমকে টক্কর দিতে পারে বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

সম্প্রতি জাতির উদ্দেশে ভাষণে আত্মনির্ভর ভারতের সংকল্পে ‘বিদেশি দ্রব্য’ বর্জনের ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানান, অজান্তেই আমাদের জীবনের সঙ্গে জুড়ে গিয়েছে বিদেশি দ্রব্য। এই ফাঁদ থেকে আমাদের মুক্ত হতে হবে। মেড ইন ইন্ডিয়াকে আপন করে নেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আত্মনির্ভর ভারতের লক্ষ্যে এখন থেকে আপনারা গর্বের সঙ্গে বলুন, আমি স্বদেশি জিনিস কিনি এবং স্বদেশি জিনিস বিক্রি করি।” দেশের স্বাধীনতার লড়াইয়ের সময় স্বদেশি আন্দোলনের কথা স্মরণ করিয়ে প্রধানমন্ত্রী বলেন, “দেশের স্বাধীনতা আন্দোলন শক্তি পেয়েছিল এই স্বদেশি অভিযান থেকে। ঠিক একইভাবে আমাদের দেশের সমৃদ্ধি অভিযান শুরু হবে এই স্বদেশি পণ্যের মাধ্যমে।” এই পরিস্থিতিতে আত্মনির্ভর ভারতের চেতনাকে এগিয়ে নিয়ে যেতে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য