Thursday, November 21, 2024
বাড়িপ্রযুক্তিসুইডেনে হৃদরোগে আক্রান্ত বৃদ্ধের ‘জীবন বাঁচালো’ ড্রোন

সুইডেনে হৃদরোগে আক্রান্ত বৃদ্ধের ‘জীবন বাঁচালো’ ড্রোন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ জানুয়ারি। যুদ্ধক্ষেত্রে ড্রোন হামলায় মৃত্যুর খবর সংবাদের শিরোনামে আসে হরহামেশাই। তবে, হৃদরোগে আক্রান্ত এক বৃদ্ধের জীবন রক্ষায় ‘আংশিক’ ভূমিকা রেখে যেন নতুন পরিচয়ে আবির্ভূত হচ্ছে হালের ড্রোন প্রযুক্তি।

ডিসেম্বর মাসে বাড়ির সামনের তুষারস্তুপ পরিষ্কার করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন ৭১ বছর বয়সী এক বৃদ্ধ, তার জন্য ‘ডিফিব্রিলেটর’ উড়িয়ে এনেছিল একটি ড্রোন। বৃদ্ধের জীবন রক্ষায় ঘটনাস্থলে উপস্থিত চিকিৎসকের তাৎক্ষণিক প্রয়োজন ছিল ওই ‘ডিফিব্রিলেটর’।

হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গেলে ১০ মিনিটের মধ্যে চিকিৎসা সেবা প্রয়োজন হয় রোগীর, অন্যথায় মৃত্যুর ঝুঁকি বেশি। সুইডেনের ওই বৃদ্ধের জন্য ‘ডিফিব্রিলেটর’ উড়িয়ে এনেছিল অসামরিক ড্রোনের মাধ্যমে জরুরী স্বাস্থ্যসেবাদাতা প্রতিষ্ঠান ‘এভারড্রোন’।

জরুরী স্বাস্থ্যসেবা দেওয়ার চিন্তা থেকেই এভারড্রোনের ‘ইমার্জেন্সি মেডিকাল এরিয়াল ডেলিভারি (ইএমএডিই)’ সেবাটির প্রচলন। সাহায্য প্রার্থীর ঠিকানায় অ্যাম্বুলেন্স পৌঁছানোর আগেই তাৎক্ষণিক চিকিৎসেবার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ড্রোনের মাধ্যমে পৌঁছে দিতে সক্ষম সেবাটি।

সুইডেনের ওই বৃদ্ধের বেলায় কয়েকটি বিষয় তার জীবন রক্ষায় বড় ভূমিকা রেখেছে বলে জানিয়েছে বিবিসি। প্রথমত, ওই ব্যক্তি যখন হৃদরোগে আক্রান্ত হন, উপস্থিতদের মধ্যেই ছিলেন এক চিকিৎসক, নিজ কর্মস্থলে যাচ্ছিলেন তিনি। অন্যদিকে, তিন মিনিটের মধ্যেই ডিফ্রিবিলেটর পৌঁছে দিয়েছিল ড্রোনটি।

বিবিসি জানিয়েছে, ‘সেন্টার ফর রিসাসিটেশন সায়েন্স অ্যাট ক্যারোলিন্সকা ইনস্টিটিউট’, ‘এসওএস অ্যালার্ম’ এবং ‘রিজিওন ভাস্ট্রা গোটাল্যান্ড’-এর যৌথ উদ্যোগে নির্মিত হয়েছে ওই ড্রোনগুলো।

“এটি এভারড্রোনের সর্বোন্নত ড্রোন প্রযুক্তির বাস্তব উদাহরণ”– নিজস্ব ড্রোন প্রযুক্তির সাফল্য নিয়ে মন্তব্য করেছেন এভারড্রোন প্রধান নির্বাহী ম্যাটস সালস্টর্ম।

ইএমডিএই’র চার মাসের পাইলট প্রকল্পে রোগীর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার সতর্কতা সংকেত পেয়েছে ১৪টি। এরমধ্যে ১২টি ঘটনায় ড্রোন পাঠানো হয়েছিল। ১২বারের মধ্যে ১১বারই সফলভাবে ডিফিব্রিলেটর পৌঁছে দিয়েছিল ড্রোনগুলো। এর মধ্যে সাতবার অ্যাম্বুলেন্সের আগে ঘটনাস্থলে পৌঁছেছে ড্রোন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য