স্যন্দন ডিজিটেল ডেস্ক, ০৭ মার্চ : যত সময় যাচ্ছে, দ্রুত ‘টেকনোলজি হাব’ হয়ে উঠছে উত্তরপ্রদেশ। আর এর নেপথ্যে রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সুযোগ্য নেতৃত্ব। রাজ্যের সক্রিয় নীতি এবং বিনিয়োগে উৎসাহদানের প্রভাবে প্রযুক্তিগত উদ্ভাবনের এক ক্রমবর্ধমান কেন্দ্রে রূপান্তরিত হচ্ছে উত্তরপ্রদেশ।
২০১৭ সালে যোগী ক্ষমতায় আসার পরই উত্তরপ্রদেশের ইলেকট্রনিক্স উৎপাদনে ২৩,২০৩ কোটি টাকার বিনিয়োগ আসে। অন্যদিকে ৭,০০৪ কোটি টাকার বিনিয়োগ নিশ্চিত হয় তথ্য প্রযুক্তি ক্ষেত্রে। আর এরই ফলশ্রতি, একদিকে যেমন উত্তরপ্রদেশে চাকরির বাজারে জোয়ার এসেছে, পাশাপাশি রাজ্যটি হয়ে উঠেছে আন্তর্জাতিক ইলেকট্রনিক্স হাব।
রাজ্যের ডিজিটাল পরিকাঠামোকে শক্তিশালী করতে আটটি ‘স্টেট-অফ-দ্য-আর্ট’ ডেটা সেন্টার তৈরি হবে। এর জন্য বিনিয়োগ করা হয়েছে ৩০ হাজার কোটি টাকা। সব মিলিয়ে ৯০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন হয়ে দেশের শীর্ষস্থানীয় ডেটা সেন্টার হাব হয়ে ওঠাই লক্ষ্য উত্তরপ্রদেশের। এছাড়াও যোগী সরকার নিয়ে এসেছে উত্তরপ্রদেশ সেমিকন্ডাক্টর নীতি ২০২৪। যার মাধ্যমে সারা বিশ্ব থেকে এই ক্ষেত্রে আকর্ষণীয় বিনিয়োগ আনা হবে। এর ফলে অচিরেই উত্তরপ্রদেশ সেমিকন্ডাক্টর শিল্পে আত্মনির্ভর হয়ে উঠবে। পাশাপাশি ‘টেকনোলজি হাব’ হিসেবে আরও উঁচুতে অবস্থান করবে যোগীরাজ্য। হয়ে উঠবে নতুন ভারতের ‘ডিজিটাল ইঞ্জিন’।