Wednesday, June 12, 2024
বাড়িবিনোদনদেব-রুক্মিণী মৈত্র করোনাভাইরাসে আক্রান্ত

দেব-রুক্মিণী মৈত্র করোনাভাইরাসে আক্রান্ত

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ জানুয়ারি।  টালিগঞ্জের অভিনেতা, তৃণমূল কংগ্রেসের এমপি দেব ও অভিনেত্রী রুক্মিণী মৈত্র করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বুধবার রাতে আলাদা আলাদা টুইটে নিজেদের আক্রান্ত হওয়ার খবর দিয়েছেন টালিগঞ্জের এ তারকা জুটি।কয়েকদিন ধরেই জ্বরে ভূগছিলেন রুক্মিণী; দিন দুয়েক আগে নমুনা পরীক্ষায় করোনাভাইরাস রিপোর্ট ‘নেগেটিভ’ এলেও বুধবার তার করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে জানান এ অভিনেত্রী।মঙ্গলবার রুক্মিণীর জ্বরের খবর গণমাধ্যমে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেবের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়ে; মঙ্গলবার মধ্যরাতে এক টুইটে সেই খবরকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছিলেন এ চিত্রনায়ক।

বুধবার সকালে আরটি-পিসিআর পরীক্ষার জন্য নমুনা জমা দেওয়ার পর রাতে করোনাভাইরাস রিপোর্ট ‘পজিটিভ’ আসার কথা জানান দেব।তিনি টুইটে জানান, আক্রান্ত হলেও তার করোনাভাইরাসের কোনো উপসর্গ নেই; বর্তমানে নিজের বাসায় আইসোলেশনে আছেন।ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে থাইল্যান্ডে বাংলাদেশের ‘কমান্ডো’ সিনেমার শুটিং করার কথা রয়েছে দেবের।নতুন বছরে দেব ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ‘কাছের মানুষ’ মুক্তির অপেক্ষায় আছে।

গত বছর মুক্তিপ্রাপ্ত দেবের ‘গোলন্দাজ’ ও ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’ ও ‘টনিক’ সিনেমা আলোচনায় এসেছে।দেব-রুক্মিণী ছাড়াও পরমব্রত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, সৃজিত মুখার্জি, পরিচালক রাজ চক্রবর্তী, শুভশ্রী গাঙ্গুলিসহ কয়েকজন টালিগঞ্জের তারকা নির্মাতা, অভিনয়শিল্পী করোনাভাইরাসের বিরুদ্ধে লড়ছেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য