স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৫ জুন : ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। রাজভবনে দিনটি বিশেষভাবে পালন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। তিনি বৃক্ষরোপণ করে দিনটি বিশেষভাবে উদযাপন করেন। সংবাদ মাধ্যমকে তিনি জানান, গোটা বিশ্বে বৃক্ষ নিধন চলছে।
ফলে পরিবেশ ভারসাম্যতা সঠিকভাবে রক্ষা হতে ভবিষ্যতের সমস্যা হতে পারে। প্রত্যেকটি দেশ সবুজায়ন বানানোর কথা বলে, কিন্তু তারা বাস্তবায়ন করার ক্ষেত্রে অনেক পিছে রয়েছে। যার কারণে দিন দিন দূষণ বেড়ে চলেছে। এ বিষয়ে সকলেই অবগত আছে। রাজ্যপাল আরো বলেন ত্রিপুরা সবুজ রাজ্য। এ রাজ্যকে দূষণমুক্ত রাখতে এবং সবুজায়নে এগিয়ে নিয়ে যেতে প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে হবে। কারণ প্লাস্টিক পরিবেশের শত্রু। বিশেষ করে সিঙ্গেল প্লাস্টিক ব্যবহার প্রত্যাহার করতে হবে। এর বিকল্প কাগজ সহ বিভিন্ন সরঞ্জামে তৈরি করা ব্যাগ ব্যবহার করতে হবে। আরো বলেন, যেসব জায়গায় গাছপালা কম সেসব জায়গায় শ্বাস নিতে মানুষের কষ্ট হয়।