স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৯ মে : পাকিস্তানের নির্লজ্জ আক্রমণে জোরাল প্রত্যাঘাত ভারতের। জল, স্থল ও আকাশপথে একযোগে ভারতীয় সেনার আক্রমণে পাকিস্তানি প্রতিরোধ খান খান। আর এই সংঘাতের আবহে সোশাল মিডিয়ায় ঘুরছে নানা ভিডিও। যার অধিকাংশই ভুয়ো। পিআইবি ফ্যাক্ট চেকের তরফে এক্স হ্যান্ডলে একটি তালিকা দেওয়া হয়েছে। এই ধরনের ভিডিও শেয়ার করার আগে সতর্ক হোন। সজাগ থাকুন।
২০২০ সালে লেবাননের বেইরুটে বিস্ফোরক হামলার ভিডিওকে চালানো হচ্ছে ভারতের বুকে পাকিস্তানের মিসাইল হামলা বলে।
জলন্ধরে ড্রোন হামলার একটি ভিডিও সোশাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। এই ভিডিওটি আসলে অন্য একটি অগ্নিকাণ্ডের।
অমৃতসরের সেনা ঘাঁটিতে হামলার একটি ভিডিও পাকিস্তানের এক্স হ্যান্ডলে শেয়ার করা হচ্ছে। এটাও অনেক পুরনো একটি ভিডিও।
ভারতের একটি ইউএভি ড্রোনকে গুলি করে নামিয়েছে পাক সেনা- এমনই একটি ছবিও অনেকে শেয়ার করছেন। এটা আসলে ছড়ানো হয়েছে পাকিস্তানের একটি এক্স হ্যান্ডল থেকে। যা আসলে ২০২২ সালের রুশ-ইউক্রেন যুদ্ধের দৃশ্য।
বদগামে ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার ক্র্যাশ করার যে ভিডিওটি ছড়াচ্ছে সেটাও ভুয়ো। ২০১৯ সালের একটি ভিডিওকেই পাকিস্তানিরা সোশাল মিডিয়ায় ছড়িয়েছে।
গত ৬ মে ইন্দোনেশিয়ার একটি ভিডিওকে ভারতীয় সেনা ছাউনিতে পাকিস্তানি হামলা বলে চালানো হচ্ছে।
একই ভাবে পাক সেনার বাট্টাল সেক্টরে হামলার যে ভিডিওটি দেখা যাচ্ছে সেটা একটা আদতে পুরনো ভিডিও।
২০২৩ সালে মস্কোর এক সেনা ঘাঁটিতে আগুন লাগার দৃশ্যকে এস-৪০০-তে পাকিস্তানি মিসাইল আছড়ে পড়ার ছবি হিসেবে চালানো হচ্ছে। ছড়িয়ে পড়ছে ওই ভুয়ো ভিডিও।
গুজরাটের হাজিরা বন্দরে পাক হামলার ভিডিও বলে একটি ভিডিও ঘুরছে সোশাল মিডিয়ায়। যেটা আসলে ২০২১ সালের জুলাইয়ের একটি অয়েল ট্যাঙ্কারে বিস্ফোরণের ভিডিও।
একটি ভিডিও ঘুরছে যেটি রাজৌরির সেনা ব্রিগেডে ফিঁদায়ে হামলা বলে দাবি করা হচ্ছে। বলাই বাহুল্য, এটিও ভুয়ো ভিডিও।