স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ ডিসেম্বর। নতুন গোপনতা ফিচার চালু করছে মেসেজিং সেবা হোয়াটসঅ্যাপ। অপরিচিত বা আগে কখনো এই অ্যাপে আলাপচারিতা হয়নি এমন ব্যক্তিদের কাছ থেকে ব্যবহারকারীর ‘লাস্ট সিন’ স্ট্যাটাস লুকিয়ে রাখবে ফিচারটি।
প্ল্যাটফর্মটির নতুন আপডেটের ফলে ব্যবহারকারী নিজে যাদের হোয়াটসঅ্যাপে যোগ করেছেন কেবল তারাই ‘লাস্ট সিন’ স্ট্যাটাস দেখতে পাবেন। নতুন আপডেটে ‘লাস্ট সিন’ স্ট্যাটাসের বেলায় ‘মাই কন্ট্যাক্টস’ ডিফল্ট হিসেবে প্রযোজ্য হবে।
প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ জানিয়েছে, নতুন ফিচারটি ব্যবহারের অভিজ্ঞতা টুইটারে জানিয়েছেন এক ব্যবহারকারী। তার বক্তব্য অনুসারে, অনেকেই হয়তো প্ল্যাটফর্মটিতে আর অন্যদের স্ট্যাটাস দেখতে পাবেন না। এ ছাড়াও একটি মেইল শেয়ার করেছেন ওই ব্যবহারকারী এবং অনুমান করা হচ্ছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের কাছ থেকেই এসেছে সেটি।
ইমেইলে নতুন ফিচারের ব্যাখ্যায় বলা আছে, “যাদের সঙ্গে আপনার পরিচয় নেই বা কখনো আলাপ করেননি তাদের জন্য হোয়াটসঅ্যাপে আপনার লাস্ট সিন স্ট্যাটাস এবং অনলাইন উপস্থিতি দেখা আরও কঠিন করে তুলেছি আমরা।”
‘লাস্ট সিন’ স্ট্যাটাসের ক্ষেত্রে ‘ম্যাই কন্ট্যাক্টস’ অপশন বিদ্যমান ছিল আগেও, তবে অ্যাপে কখনোই ‘ডিফল্ট’ ফিচার হিসাবে ছিল না এটি। নতুন এই ফিচারটি ছাড়াও কেউ যেন ব্যবহারকারীর অনলাইন উপস্থিতি দেখতে না পান, সেজন্য ‘নোবডি’ অপশনও হোয়াটসঅ্যাপে আছে অনেক দিন ধরেই। প্রথম বিবেচনায় হোয়াটসঅ্যাপে অনলাইন স্ট্যাটাস কে দেখলো বা কে দেখলো না, সে বিষয়টি গুরুত্বপূর্ণ মনে নাই হতে পারে ব্যবহারকারীর কাছে। তবে ভার্জ বলছে, তৃতীয় পক্ষী কিছু অ্যাপ ওই ফিচারটির অপব্যবহার করে নজরদারি করে থাকে। আর এ কারণেই গুরুত্ব পাচ্ছে ফিচারটি।
“মাই কন্ট্যাক্টস’ অপশনটি চালু করে রাখলে তৃতীয় পক্ষীয় অ্যাপগুলো অন্তত হোয়াটসঅ্যাপ থেকে ব্যবহারকারীর অনলাইন উপস্থিতি সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে পারবে না।
নভেম্বর মাসে হোয়াটসঅ্যাপ ‘মাই কন্ট্যাক্টস এক্সসেপ্ট…’ নামের আরেকটি ফিচার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে বলে জানিয়েছে আরেক প্রযুক্তিবিষয়ক সাইট ডব্লিউএবেটাইনফো। কন্ট্যাক্ট লিস্টের নির্দিষ্ট ব্যক্তির কাছ থেকে ব্যবহারকারীর অনলাইন উপস্থিতি সংক্রান্ত তথ্য লুকিয়ে রাখতে পারে ফিচারটি।