Tuesday, July 16, 2024
বাড়িবিনোদনওমিক্রন আতঙ্কে বলিউড! করোনা আক্রান্ত করিনা-অমৃতা

ওমিক্রন আতঙ্কে বলিউড! করোনা আক্রান্ত করিনা-অমৃতা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। । ১৪ ডিসেম্বর। দেশজুড়ে বাড়ছে ওমিক্রন  আক্রান্তের সংখ্যা। আতঙ্ক ছড়াচ্ছে বলিউডেও। এবার করোনা  আক্রান্ত হলেন করিনা কাপুর খান । করিনার পাশাপাশি কোভিড পজিটিভ তাঁর প্রিয় বন্ধু অমৃতা আরোরা । 

সূত্রের খবর, অমৃতা ও করিনা দুজনেই কোভিড টেস্ট করান। সেই টেস্টের রিপোর্ট পজিটিভ আসে সোমবার। তবে তাঁরা ওমিক্রন ভাইরাসের আক্রান্ত কিনা সে বিষয়ে জানা যায়নি। দীর্ঘ দুবছর করোনা অতিমারির কারনে বলিউডের ব্যবসা মুখ থুবড়ে পড়েছিল। সাম্প্রতিক সময়ে সিনেমা হল খোলার পর ধীরে ধীরে পুরনো ছন্দে ফিরছে বলিউড। এরই মাঝে করিনার করোনা আক্রান্ত হওয়ার খবরে মন ভারাক্রান্ত বিটাউনের। 

সোশ্যাল মিডিয়ায় করোনা আক্রান্ত হওয়ার খবর নিজেই জানান করিনা। তিনি লিখেছেন, ‘ইতিমধ্যেই নিজেকে আলাদা করে নিয়েছি। আমার বাড়ির সদস্য ও স্টাফেরা সবাই ডবল ভ্যাকসিন নিয়েছে। আমার কোনও শারীরিক অসুবিধা নেই। যাঁরা সস্প্রতি আমার সংস্পর্শে এসেছেন তাঁরা কোভিড টেস্ট করিয়ে নেবেন।’অন্যদিকে অভিযোগ, করিনা কাপুর খান ও অমৃতা আরোরা অতিমারির নিয়ম কানুন না মেনেই বিভিন্ন পার্টিতে গেছে। দেশে ওমিক্রন দাপট যেন গত কয়েকদিনের তুলনায় অনেকটাই বেড়েছে। বিগত সপ্তাহে করোনার নয়া প্রজাতি নিয়ে আশঙ্কা তৈরি হলেও, এবার সেই উদ্বেগের আগুনে ঘি ঢেলে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৩৭। কর্নাটক, দিল্লি, গুজরাট, অন্ধ্রপ্রদেশ ও নাগপুরে পাওয়া গেছে ওমিক্রন ভাইরাস। 

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য