Tuesday, November 18, 2025
বাড়িজাতীয়‘আপনার সাহসের জবাব নেই’, প্রধান বিচারপতিকে জুতো ছোড়ায় অভিযুক্তের প্রশংসায় বিজেপি নেতা,...

‘আপনার সাহসের জবাব নেই’, প্রধান বিচারপতিকে জুতো ছোড়ায় অভিযুক্তের প্রশংসায় বিজেপি নেতা, শুরু বিতর্ক

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ০৮ অক্টোবর : ভরা এজলাসে প্রধান বিচারপতি বিআর গাভাইকে জুতো ছোড়ার ঘটনায় হইচই পড়ে গিয়েছে গোটা দেশে। ইতিমধ্যেই অভিযুক্ত ওই আইনজীবী রাকেশ কিশোরকে সাসপেন্ড করেছে বার কাউন্সিল। তবে এই ঘটনায় তিনি যে বিন্দুমাত্র অনুতপ্ত নয়, সেকথাও তিনি জানিয়ে দিয়েছেন। এই পরিস্থিতিতে অভিযুক্তের প্রশংসা করে বিতর্কে জড়ালেন কর্ণাটকের বিজেপি নেতা তথা বেঙ্গালুরুর প্রাক্তন পুলিশ কমিশনার ভাস্কর রাও। বলেন, “আপনার সাহসের জবাব নেই।”

ভাস্কর বলেন, “প্রধান বিচারপতিকে লক্ষ্য করে জুতো ছোড়ার ঘটনা আইনত অন্যায় এবং ভয়াবহ। কিন্তু তবুও আমি অভিযুক্তের সাহসের প্রশংসা করি। এই বয়সে দাঁড়িয়ে ঘটনার পরিণতি না ভেবেই সে যে অবস্থান নিয়েছে, সেটিকে কুর্নিশ।” তাঁর এই মন্তব্যের পরই বিতর্কের ঝড় ওঠে। কংগ্রেস নেতা মনসুর খান ভাস্করকে কটাক্ষ করে বলেন, “বিজেপি নেতার ওই মন্তব্য লজ্জাজনক। আপনি একসময়ে আইনকের রক্ষক ছিলেন। কিন্তু এখন এমন একজনকে সমর্থন করছেন, যে প্রধান বিচারপতিকে অপমান করেছে। কী অধঃপতন!”

সোমবার একটি মামলার শুনানি চলাকালীন আচমকাই আইনজীবী রাকেশে প্রধান বিচারপতি বিআর গাভাইকে লক্ষ্য করে জুতো ছুড়ে মারেন! অভিযুক্ত ব্যক্তিকে আদালত কক্ষ থেকে বের করে আনার সময় তিনি চিৎকার করে বলতে থাকেন, “ভারতে সনাতন ধর্মের অপমান সহ্য করা হবে না।” জানা যাচ্ছে, সপ্তাহ খানেক আগে প্রধান বিচারপতির এজলাসে মধ্যপ্রদেশের একটি ক্ষতিগ্রস্ত বিষ্ণু মূর্তি পুনরুদ্ধারের মামলা শুনানি ছিল। সেই সময় একটি প্রসঙ্গে প্রধান বিচারপতি মন্তব্য করেন, “যাও, দেবতাকে জিজ্ঞাসা করো” অনুমান করা হচ্ছে অভিযুক্তের মন্তব্যের সঙ্গে সম্পর্ক রয়েছে বিচারপতি গাভাইকে লক্ষ্য করে জুতো ছোড়া এবং ‘সনাতনের অপমান’ সম্পর্কিত মন্তব্যের।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য